ক’জন বলো নিজের চেয়ে দেশ ভালোবাসে
পরের দুঃখে কাঁদে প্রাণ, সুখ দেখে হাসে।
নিজের চেয়ে দশ বড়, দশের চেয়ে দেশ
এসব ভুলে নিজের মাঝে ডুবে আছে বেশ।
স্বার্থ লোভে ডুবে ডুবে পরের স্বপ্ন নেয় যে চুষে
রক্তচোষা স্বপ্নচোষা মানুষ রূপী অমানুষেরা মিশে।
দশের টাকা দশের আয়ু লুট করে নিস
ভাবিস তোরা অমর হবি? খাচ্ছিস যে বিষ।
পাপের অর্থে পাপের রক্তে দেহটা যে ঠাসা
অট্টালিকায় শুয়ে ভাবিস, মধুর এ বাসা?
নাইতো শান্তি নাইতো ঘুম, চক্ষু জুড়ে ক্ষুধা
মরণ ছাড়া মিটবে কিসে, কোথা শান্তি সুধা?
কষ্ট ছাড়ায় পেছন পথে দখল করে ক্ষমতা
তাদের মাঝে কেমন করে আসতে পারে মমতা।
রক্ষা করার দায়িত্ব ভার যাদের উপর দেয়া
লুটতরাজে মত্ত তারাই সামনা সামনি নেয়া।
কাণ্ডারী তুমি দেখ না চেয়ে. চারদিকে নষ্ট কীট বেড়া?
চাটুকার গলাবাজ দিয়ে জনগণকে বানায় ভেড়া।
যদি তুমি দেশ ভালোবাসো, মানুষ হয়ে মানুষ চেনো
অসাধু ধর নির্মুল কর, শয়তান নয় সাধু কেনো।।
১৩ জুলাই, ২০২০।। শ্যামলী, ঢাকা।