হঠাৎ আলোড়ন : কামরান চৌধুরী

ঘুমন্ত নগরীর ঘুমন্ত নাগরিক
হঠাৎ আলোড়নে চকিত চতুর্দিক,
জাগলো পশুপাখি জাগলো জনগণ
ছুটলো আতঙ্কিতে ছুটলো প্রাণপণ।

নড়লো শতশত দূরের কোন গ্রাম
তাতেই ব্যস্তত্রস্ত হলো অন্তরধাম।
গভীর ভূতলের অতলে যুথবদ্ধ
একটু নড়চড়ে কাঁপলো সবসুদ্ধ।

কাঁপলো ঘরবাড়ি কাঁপলো ভুমি জমি
আশ্রয় খুঁজে ডাকে কোথায় প্রভু তুমি।
আঁকড়ে প্রিয়জন ডাকছে প্রাণপণ
প্রভু হে রক্ষা করো আমার জীবন।

সবার বুকমাঝে বসেছে ভয়ভীতি
ভুলেছে ক্ষণতরে ভুলেছে প্রেমপ্রীতি।
সম্বিত আসে যেন থামলে আলোড়ন
মনটা ক্ষণেক্ষণে করছে আনচান।

কোথায় প্রিয়জন কেমন আছে তারা
হলো কি ক্ষয়ক্ষতি মনটা করে তাড়া।।

তারিখ : ০৪.০১.২০১৬ । শ্যামলী, ঢাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top