জন্ম থেকে হিসাব করে চলছি কতই পথ
আকাশ ছুঁয়ে দেখতে চেয়ে নিয়েছি শত শপথ।
হিসাব মেলা কখনো সোজা জটিল কভু সে হয়
হিসাব মিলে যাবে বলেও মেলে না শতত ভয়।
চারদিকের পরাজিতরা করবে ব্যাঙ্গোক্তি
সাহস নয় দেখায় তারা হেরে যাবার যুক্তি।
সাগর ভরা পানি কি কভু ডোবাতে পারে জাহাজ
আপনা মাঝে ঢোকে না যেন অন্যের কথার বাজ।
ছেড়োনা হাল সবার মতো, সহজ ছাড়া যে হাল
অটল থাকো বিপদ পথে তরীতে তুলে রে পাল।
জীবন মানে এগিয়ে চলা কর্ম বাঁধনে গড়া
আসুক বাঁধা থেমোনা চলা বীরত্বে পথ নড়া।
বিজয়ী হলে সবাই এসে করবে কত কদর
হেরে গেলেই ভ্রুকুটিতে অধম বেটা বাঁদর।
জীবনে জুড়ে হিসাব চলে হিসাবের খাতা ভরা
প্রাপ্তি ঘরে শূন্য বোঝাই জোয়ার ভাটার খরা।।
১৯ আগস্ট ২০২০ । শ্যামলী, ঢাকা ।