সত্য
সেতো আলো
হৃদয়ের শক্তি
নিয়ত প্রশান্তি বৃষ্টি।
সত্যের পথ শক্ত কঠিন
কথা, কর্ম, চিন্তায় যে সত্যাশ্রয়
শান্তি সুখ তাকে করে না যে নিরাশ্রয়।
সত্য সুন্দর, সত্য মধুর, সত্যে চির জয়,
সত্যের পূজারী, সে প্রশস্ত হৃদয়ের অধিকারী।
স্রষ্টা সত্য, ধর্ম সত্য, সত্য অনন্ত নিবাস
সত্য বুকে তৃপ্তি-মুক্তি, অনড় বিশ্বাস।
সত্য গৃহে বাস অনন্ত আশ্বাস।
স্রষ্টার বর লাভে সে জন
সত্য আঁকড়ে যে মন।
বিজ্ঞ সেই জন
সত্যাশ্রয়ী
মন।।
ত্রিমাত্রিক কাব্য গ্রন্থ থেকে – ২ জুলাই, ২০২০। শ্যামলী, ঢাকা।