অজস্র বিষয়ে নিত্য প্রলুদ্ধ মন
অজান্তে অসচেতনতায় ডুবছে মোহে
অশুদ্ধতার সাথে হয় না বসবাস
অগোচরে তাই বুকে হাসফাস।
অনুতপ্ত মন ভাবনায় ডুবে
অনুনাদ করে আজ কথারা বুকে
অন্তর্দাহে আলোড়িত অন্তর্জগৎ পুঞ্জিভূত পাপে
অন্তর্যামী অন্তর্হাস মুখে অন্তর্জগৎ নাড়া দেয় ক্রমে।
অনুপলে সত্য আলো দোলা দেয়
অনুপ্রাণিত করে সে বারবার।
অন্তর্মুখী মন শুদ্ধতায় করে স্নান
অন্তস্তল হতে করে পণ
অন্ধকারে ছুটবে না সুখ অন্বেষায়।
অপথ অপবিত্র অপভাষ ত্যাগে
অপ্রকাশিত শাক্তি বুকে জাগরিত দিনে রাতে
অভিহত মন আন্দোলিত আজ
অন্তরের অমঙ্গলের অন্ত্যেষ্টিক্রয়ায়
অশুদ্ধ অশুভ অশান্তি অগ্নিতে দূরীভূত আজি।।
অ বর্ণের কাব্য ৭ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ : ২০.০৫.২০১৬