আল্লাহ নামের গুণেরকীর্তণ হয়না কভুই শেষ
সে আসমাউল হুসনার মধু নেয়ামত যে অশেষ।
সেই নাম ধরে করছি স্মরণ দিনে রাতে সদা মগ্ন
মনের আশাকে পূর্ণ কর তুমি করোনা হে স্বপ্ন ভগ্ন।
তুমিই মালিক তুমিই খালিক তুমি রহমান বারী
তুমিই কুদ্দুস সালাম রাজ্জাক তুমিই ওয়ালিইউ
জীবনের পাপ ক্ষমা করে দাও হে মু’মিন গাফফার
অনন্ত অসীম প্রেমময় দিও ঠাই আরশে তোমার।
সমাজ বুকের শত অসঙ্গতি জাব্বার কাহার হয়ে
হাকাম আদল মুদ্বিল্লু রূপেই অবিশ্বাসীদের বাঁধো।
তুমিই রফীই, মুইজ্জ্ব বাসিত, তুমিই ওয়াহহাব
আজীজ, রাহীম মুতাকাব্বিইর, মুহাইমিন ফাত্তাহ।
তুমিই আলীম, বাছীর লাতীফ খবীর শাকুর হাক্ক
জীবনের সব তোমাতে সপেছি হে ওয়ালি হে আখির।
মুহয়ী মুমীত জীবন মৃত্যুর অধিকারী ওয়াহিদ
মুব্দি ও মুঈদ, কদির ছমাদ, মুতাআলী তুমি বার
তুমিই হাইয়্যু জহির বাত্বিন আওয়াল মুকাদ্দিম।
তুমিই হালীম, সামি কাবিইর, মুছউইর ক্ববিদ্ব
আজীম গফুর, কারীম রক্বীব আলিইউ ওয়াকিল
তুমিই বাইছ, হাকীম ওয়াসি, ওয়াদুদ ক্বউইউ
হাফীজ মুকীত, হাসীব জালীল, ওয়াজিদ ক্বইয়্যুম।
হে মুনতাক্বীম, তুমিই খফিদ্বু মানিই বাদীই হাদী
যুল-জালালি-ওয়াল-ইকরাম ওয়ারিস মুক্বসিত।
তুমিই শাহীদ, মাতীন হামীদ, মাজীদ মুহছী বাক্বী।
মুজীব হে তুমি আমাদের দোয়া কবুল কর সবই।
বিপদে আপদে তুমিই সহায় রাশীদ সবুর নূর
গণিই, নাফিই, আফউ, রউফ, হে মালিকুল মুলক।
হে মুক্বতাদির মাজিদ জামিই মুগণিই মুয়াক্খির
অশুভ অসুরে যর কর তুমি, তাওয়াব দানকারী।
তোমার মাঝেই শান্তি স্রোতধারা তোমাতে বিলিন হই
তোমাতে সিজদা অদৃশ্য বাঁধন তোমাতে ভুলেই রই।
নত এই প্রাণ তোমার সমীপে ক্ষমা করো যতো পাপ
সংসার মাঝে পাপে ডুবে আছি করছি যে অনুতাপ।।
০৬. সেপ্টেম্বর, ২০২০। শ্যামলী, ঢাকা। আল্লাহর ৯৯ নামের সমাহার