আছমাহুল মুহাম্মাদ : কামরান চৌধুরী

ভালোবেসে যাকে আল্লাহ মহান করলো ধরায় সৃজন
যার নাম জপে শান্তি সুধা মেখে হৃদয় সুখের রঞ্জন।
আল্লাহ স্বয়ং নাম জপেছেন মুহাম্মাদ নাম তোমার
দুনিয়া হাশরে জান্নাতে তুমিই যে রহমতের আধার।

তুমিই আকিব মাহি ও শা-হিদ, রহমত নূর হাশির
নবী ও রাসুল শাহেদ বাশীর মুবাশিশর মুনযির
তুমি আহমাদ, হাদী ও আমীন, মুমিন আলীম আযীম
খাবীর মনির, শাকুর বাছির রাশীদ হালীম, কারীম।

তুমি মানছুর আখীর তাহির কামিল যাহির বাত্বিন
হাবীব হাছীব মুজীব হাফিজ আজিজ সিরাজ মাতীন।
তুমি মুযাক্কির হাক্কু মাহমুদ ক্বারীব নাছির নাযীর
রুহুল কুদ্দুস মাছুম মুস্তাফা কাউসার মুয়াছছির।

মুজতাবা, মুরতাদ্বা মুখলিছ নাক্বীব ফাতিহ ফাকুন
আদিল ছায়ীদ শামছ কামার হামিদ খালীল মাকীন।
তুমিই ফারুক রউফ তোয়াহা তুমি সিরাজাম মুনীরা
ত্রিভূবনে কেউ তোমার মতোন আউয়াল নেই যে হীরা।

তুমি মিছবাহ মাছউদ বুরহান জাওয়াদ, শাফিন
তুমি ইমামুল মুত্তাকীন তুমি যে ইমামুল নাবিয়্যীন
ছাদিক ছাহিব ছাফুন ওয়ালিউ মিফতাহুল জান্নাত
তুমি মুবারাক, মুখমিন মুযমুয মুকিমুছ ছুন্নাত।

মুখতার মুজাক্কির মুবাল্লিগ মুকাদ্দাছ মুআইয়িদ
ত্বাইয়িব ত্বাহা মুদাচ্ছির তুমি যে ইলমুল ইয়াক্বীন
তুমি ইয়াছিন হাদইয়াতুল্লাহ মুতাহহার হা-মীম।
খাইরুল বারি দায়ী ইল্লাল্লাহ বিশ্ব জগতের রাহীম।

আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নাম জপে তোমার
এই নামেতেই প্রশান্ত হৃদয় আনন্দ সুখের বাহার
মোহাম্মদ নামে কর যদি দোয়া আল্লাহর কাছে কখনো
তার বরকতে কবুল হবে রে মনোবাঞ্চা শত ভুবনো।

তোমার মতোন প্রিয় আব্দুলাহ স্রষ্টা কাছে কেহ যে নাই
সকল সুন্দর তোমার মাঝেই ফুটিয়ে তুলেছে যে তাই।
তোমারই নাম করলে স্মরণ আহা শুদ্ধ হয় যে মন
নামগুলো ধরে অন্তরে ডাকতে চাই যে সারাটা জীবন।

২৬ সেপ্টেম্বর, ২০২০।। শ্যামলী, ঢাকা। (মুহাম্মাদ সাঃ এর শত নামের কাব্য)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top