অজ্ঞতা ঘোচায়, অন্ধকার মোছায়, শিক্ষা মানবের ঘুমন্ত সত্ত্বা জাগায়
শিক্ষা আলো, শিক্ষা শক্তি, শিক্ষাতে কল্যাণ সম্পদ মুক্তি।
জীবনের মূল চালিকা বিন্দু, সভ্যতাকে করে উৎকর্ষ
বিশ্বাস ধর্ম নৈতিকতায় ব্যাক্তিত্ব বিকাশে শীর্ষ।
মন আত্মা আধ্যাত্মিকতা সুবিন্যাস ক্রমোন্নত;
শিক্ষায় নত জীবন পরিণত।
পৃথিবী পাল্টাতে চাও
শিক্ষা নাও
শিক্ষা।।
০৩, জানুয়ারি ২০২৪। শ্যামলী, ঢাকা।। ননেট কবিতা