তোমাকে ছুঁয়েছিলাম : কামরান চৌধুরী

তোমাকে ছুঁয়ে ছিলাম সকাল দুপুর রাতে
চোখের তারায় খুঁজেছিলাম অধরা স্বপ্নকে।
ইচ্ছেগুলো চিঠির খামে তোমার ঠিকানায়
প্রহর কাটে ডাক পিয়নের ঘন্টা শোনায়।

সরোবরে পদ্ম হাসে অনুভবে সুখময়।
বুঝিনা তোমাকে, দুরত্ব বাড়ে নিরবতায়।
সন্ধ্যা নামে, জনশূন্য প্রায় রাজপথে, একা
আলো আধারীর অনুক্ষণে, পাশ ফিরে দেখা।

আবছা আলোয় দেখি আঁচল সরানো মুখ
কানের দুল, নোলক, চোখেতে তৃপ্তির সুখ
কপালে টিপ, রেশমি চূড়ি পায়ের নুপূর
টিপটিপ ঢিপঢিপ বুকে প্রিয়ার খবর।

প্রজাপতি মন ছুঁয়ে যাও যখন তখন
অপেক্ষায় ডুবে ডুবে থাকি যেন আজীবন।
তোমাকে ছুঁয়েদিলাম দেহ পল্লবে কম্পন
ঠোঁটের পাতায় আবেশ লাগে মৃদু চুম্বন।

আল্পনা আঁকি কল্পনার তুলিতে ক্যানভাসে
ছুঁয়ে ছুঁয়ে যাবে তুমি এতটুকু কাছে এসে।।
অন্তহীন এ চাওয়া, তোমাকে কাছে পাওয়া
ধূসর আলোতে নীল রঙে মিলেই যাওয়া।।

৪ অক্টোবর, ২০১৮।। শ্যামলী, ঢাকা। বিবর্ণ গোধূলিতে প্রেম কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top