তোমার আমার পরিচয় যেন যুগ যুগান্তর
মনের অঙ্গনে প্রষ্ফুটিত ফুল কানন প্রান্তর,
ভুলি নাই স্মৃতিসব সাজানো এই অন্তরময়
পথচলা হয় নিত্য হাসি সুখ মহা কাব্যময়।
সবুজ ঘাসের গালিচা বিছানো এই সে অঙ্গন
কতরাত কেটে গেছে যেথা আলিঙ্গনে আলিঙ্গন।
অন্ধকারে তারার আলোয় জ্বোনাকীরা হাসে খেলে
পূর্ণিমা আলোর স্পর্শে মন হাসির চমকে ভোলে।
কোথায় আছো কেমন আছো নাইবা হলোই জানা
হৃদয় মাঝে তোমার ছবি নিয়ত দেয়রে হানা।
হয়েছে যখন পরিচয় তোমার আমার মাঝে
হৃদয়ে হৃদয় মিশে আজন্ম বাঁচার সুর বাজে।
চেনামুখ সে বাস্তবতায় যোজন যোজন দূর
অন্তরে আকর্ষে যেন দূর দিগন্তে মিলন সুর।
পরিচয় অপরিচয়ের সূত্র ধরে গাঁথা হয়
জীবন পথের দিশা মিশেছে মিলন মোহনায়।
ধরা-অধরা, দেখা-অদেখা দেহমনে করে খেলা
এমনি করে জীবন নদী ভেসে যায় ক্ষণ বেলা।।
১০.০৬.২০১৭ ।। শ্যামলী, ঢাকা।