ফারহানা, তুমি দূর না কাছে
বুঝি না, আছো এতো কাছে।
বেলাশেষে দেখা হলো দু‘জনার
মুখোমুখি বসে একান্ত আপনার।
যতটা সময় থাকো, কাছে টানে
হাসিমুখ আঁখি সুখ প্রাণে প্রাণে।
সন্ধ্যা নামে মৌনতার বেদনায়
ঘরে ফেরা বিচ্ছেদ যাতনায়।
বসনিয়ান পরাটা কাবাব পানিতে
বয়ে যাওয়া ক্ষণ হাসিতে হাসিতে।
বেশি কিছু হয়নি বলা তোমাকে
কথাগুলো থেমেছে অধরে চমকে।
নেই কোনো স্মৃতি চিহ্ন ফটোগ্রাফ
ডাইরিতেও দেইনিতো অটোগ্রাফ।
হৃদয়ের পাতায় লিখেছি যে নাম
পারবে কী, দিতে বন্ধু তার দাম।
আবার হবে তো দেখা, এমন লগ্নে
খুশবু ছড়াবে যেন, নিশিথ মগ্নে।
তোমাকে আপন করি ভাবনায় সখি
আমার মতো কে আছে ধরায় সুখি!!