পথ বাকি আরো, যেতে হবে বহু দূর
সীমানা ছাড়িয়ে যায় মন যত দূর।
অতৃপ্ত আত্মার নোঙর ছিড়েছে আজ
ভালোবাসা স্পর্শ ধরতে উন্মুখ রাজ।
বয়ে গেছে বেলা, অবহেলা অযতনে
ততক্ষণ বাঁচা যতক্ষণ পূণ্য মনে।
অজেয় স্বপ্নরা, ভিড় করে পথপ্রান্তে
অভিলাষ বড়, ডুবি সুখের অনন্তে।
নিসর্গের রস মুগ্ধ নয়নে আশ্রয়
বরাভয় দাও ভরসার পোতাশ্রয়।
সুস্থ দেহ মনে তোমারই গুণগান
যাই যেন করে চিরদিন জয়গান।
তৃপ্ত কর তুমি এ মানস সরোবর
পৌঁছে যেন যাই গন্তব্যের খেলাঘর।
বন্ধুর সে পথ, হোক যতই বন্ধুর
পৌঁছে যাব ঠিক অতলান্ত যে সিন্ধুর।
যাবার সময়, চলে যাব এই আমি
তবু রেখে যাব, অক্ষয় স্মৃতির ভূমি।
যুগে যুগে আমি ফিরে ফিরে ফিরে আসি
বাংলাদেশকে স্বর্গাদপি ভালোবাসি।
মাটির সুগন্ধে জেগে ওঠে মনপ্রাণ
বায়ু জলে মিশে খেলাগৃহ আনচান;
শ্যামল আঁচলে বলাকারা পায়ে পায়
বাঁশি সুর শুনি মুগ্ধতায় মুগ্ধতায়।
যেতে হবে দূর রূপালী ঐ কাশবন
মায়ায় মায়ায় ঘেরা যাদুস্পর্শে মন।
সুস্থ দেহে পথ, দিতে পারি যেন পাড়
অনন্ত ইশ্বর বেঁধে রেখো চারধার।।
শ্যামলী, ঢাকা। ১২.১০.২০১৮ বিবর্ণ গোধূলিতে প্রেম কাব্যগ্রন্থ থেকে নেয়া