এপাশ ওপাশ করে করে ভাঙলো যখন ঘুম
তাকিয়ে দেখি নেইতো কাছে অনন্ত আদর চুম।
চোখটা বুজে ছিলাম কত তোমায় আদর দেবো
পাইনি আর তোমার দেখা আহত হয়েই রবো?
দাওনা আদর ভালবাসা একটু নিবির করে
মনটা তাতেই ভেসে যাবে পানসি নাওয়ে চড়ে।
আহত পাখি আহত হয়ে থাকলে এখন পড়ে
সুখের নদী শুকিয়ে যাবে অনাদরে অনাদরে।
তাইতো বলি ভালোবাসায় রেখোনা কোনোই খাদ
তুমি আমার নয়ন তারা এই আকাশের চাঁদ।
মাধবীলতা দুলছে বেশ হাওয়ায় দুলে দুলে
তোমার হাসি কৃষ্ণের বাঁশি পাগল করেই তোলে।
পরশে কাঁপে গহন মন অঙ্গে অঙ্গে সন্তরণ
তোমার আদর ছাড়া বুক শূন্যের মাঝে ভ্রমণ।।
৭.৫.২০১৭।। শ্যামলী, ঢাকা।। বিবর্ণ গোধূলিতে প্রেম কাব্যগ্রন্থ থেকে নেয়া