কবিতা তুমি : কামরান চৌধুরী

কবিতা হলো গুচ্ছ গুচ্ছ শব্দের খেলা
মিল অমিলের মিথস্ক্রিয়ার মেলা।

কবিতা হলো ছন্দে অছন্দে গল্প বলা
প্রেম, বিরহ ও প্রকৃতির শব্দ শোনা।

কবিতা হলো প্রকৃতিতে মিশে যাওয়া
ফুল, পাখি, গাছ, সাগর-নদীর মেলা।

কবিতা হলো নমনীয় নারীর মুখ
গ্রাম বাংলার ঋতু বৈচিত্রের রূপ।

কবিতা হলো নব সৃষ্টিতে মেতে ওঠা
প্রশান্তির বারি রূপে শব্দ মনে আসা।

কবিতা হলো চেতনা ও কর্মের রূপ
ধৈর্য, কষ্ট, সততা নিষ্ঠায় জাগরূক।

কবিতা হলো আকাশের মতো চাঁদোয়া
ভালোবাসায় ঘেরা বন্ধুর মুখচ্ছায়া ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top