কবিতা আমার চির ভালবাসা
কবিতা আমার শত স্বপ্নআশা
কবিতা মাঝেই জেগে থাকি
কবিতা মাঝেই বেঁচে থাকি।
কবিতা মানে জীবন ছবি
শক্তি সাহস আলো রবি।
কবিতায় দেখি প্রিয় চোখ
ভাবনায় ঢাকি জীবন দুখ।
কবিতায় আঁকি ক্ষুধা দ্রোহ
রক্ত কণায় যৌবন মোহ।
কবিতা মাঝে সুখের বাসা
হারানো বুকে পাই যে আশা।
কবিতা হলো দিনের আলো
শুদ্ধতায় ঢাকে বেদনাগুলো
প্রকৃতির বুকে ফুলের ঘ্রাণ
অন্তর মাঝে সুবাসিত প্রাণ।
কবিতা ছন্দে তোমায় খুঁজি
সুন্দর মাঝে চোখটি বুজি।।
তারিখ : ২১.১১.২০১৫