তোমার আগমনীতে মনে তাথৈ তাথৈ নাচ
রক্ত ধমনীতে ঢোলক বাজিয়ে, টানছে কাছ,
প্রকৃতির বুকে একি অপূর্ব মোহনীয় সাজ
তোমার আগমনী সুর নিরন্তর বাজে আজ।
শিউলি, কাশ ছোঁয়া আকাশে মেলেছে আঁচল
পবনে সুগন্ধি ছড়ায়ে মনকে করে সে সচল।
বিলে-ঝিলে ফোটে লাল গোলাপী কোমল পদ্ম
আগমনী সুরে মনের অঙ্গনে দোলা দেয় সদ্য।
শিশির ভেজা নিশিপদ্ম মিঠারোদে হাসে
দেহ-মন চারধারে তোমার সুর ভাসে।
হৃদয় মাঝে সরোদ বাজায়ে কে আসে রে
আ হা হা, শরৎ খুশিতে আমার মন নাচেরে।
নয়ন হাসে, হৃদয় হাসে, হাসে গগন তারা
অঙ্গে অঙ্গে জোয়ার আসে, হৃদয় আত্মহারা।
শরৎপ্রাতে দেখেছি তার শিশিরমাখা মুখ
মুঠোভরা শিউলি হাতে চোখে-মুখে সুখ।
মন্দিরে মন্দিরে শঙ্খধ্বনি, পাড়ায় পাড়ায় সাজ
বার্তা আনো সীমার বাঁধন, অন্তরে টানো লাজ।
ভোরের আলোয় দেখেছি সেকি স্নিগ্ধ মায়া
বুকের অলিতে গলিতে তোমার চিরন্তন ছায়া,
ভুলে যাই, আবার জেগে উঠি অন্তরে অন্তরে
তোমার বার্তায়, হৃদয়ে বাঁধন মন্তরে মন্তরে।।
২৬ সেপ্টেম্বর, ২০১৬।। শ্যামলী, ঢাকা।