নতুনের গান : কামরান চৌধুরী

পুরনো সে দিনগুলো আমায় বেঁধে রেখেছে
নয়নে ভাসে বসন্ত, আহা হৃদয় খুলেছে,
চেনা-জানা সুরগুলো সে গুনগুনিয়ে যায়
চরণ চিহ্ন এই হৃদয়ে এঁকে বেকে ধায়।
বসন্ত শেষে কচি পল্লব প্রকৃতিতে বেশ
মন অঙ্গন সুরভি মাখে সুখের আবেশ।
গুঞ্জনসুর তোলে যে ভ্রমর, চৌদিক ঘুরে
জীর্ণ শুষ্ক কষ্টকথা হাওয়ায় যায় সরে।

নববর্ষে মন, পলেপলে আনন্দ সুখ মাখে
পথবাঁকে ব্যথা-মায়া তবু জেগে জেগে থাকে।

এই আমরা বাঙালি, বাঙলা মুখের ভাষা
বাঙলা ঐতিহ্য বুকে, ধারণ করি যে খাসা।
এই বুকমাঝে জাগে আল্লাহ খোদার নাম
এই বুকে বাজে কত বাউল, মুর্শিদী গান।
আসুক শত্রুর বাঁধা, হবেনা যে মাথা নত
ঠুনকো নয়তো ধর্ম, উৎসবে ভাঙে সেতো।
নতুনের দ্বার খোলা সাহসে শপথ করি
কলুসতা দেব মুছে নতুনের পথ ধরি।

মঙ্গল প্রদীপ শিখা দেখাবে আলোর দিশা
শুদ্ধতা মুগ্ধতা স্নানে কাটবে প্রখর নেশা।

বটের ছায়া ফসল মাঠে পথঘাট জলে
মায়ের আঁচলমাখা মিষ্টিগন্ধ থাকে মিশে।
তারাভরা রাত, পুর্ণিমা চাঁদ মুগ্ধ ভূবন
হোক পুরাতন তবু সে সত্য নিত্য নতুন।

ঘুরেঘুরে বছর আসে মাতাল নৃত্য সুরে
তোমার সান্নিধ্য পেতে মন আনচান করে।
নতুনের গানে শুরু হোক আজ নবযাত্রা
মিলন তিয়াসে লাগুক মনেতে ভিন্নমাত্রা।।

৩১ চৈত্র, ১৪২৩।। স্বাগতম ১৪২৪ সাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top