বিদ্যাদেবী বিষ্ণুপত্নী, হে ভারতী বিদ্যা করো দান
তোমারই আশীর্বাদে করি লক্ষ্য স্থির শ্রীমন্ডিত প্রাণ জ্ঞান।
ত্রিনয়নী, চতুর্ভূজা, শুক্লবর্ণা, শ্বেত বসন আবৃতা,
শ্বেতপদ্মাসনা, শ্বেতপুষ্পশোভিতা, তুমি শ্বেত চন্দনচর্চ্চিতা
বীণাপাণি, কুলপ্রিয়া, জ্ঞানদায়িনী, পলাশপ্রিয়া, শ্বেতলঙ্কারভূষিতা
মাঘ শুক্লা পঞ্চমীর শীত আমেজে ঝলমলে মিঠারোদে, হংসরথে আবির্ভূতা
এক হাতে অক্ষমালা, অন্য হাতে বীণা, তৃতীয়তে বই, চতুর্থতে আশীর্বাদ
অভ্র-আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষ
বাসন্তী রাঙা গাঁদা ফুল উপাচারে
বাণী বন্দনায় আরাধনা রত সবে শিক্ষালয়ে, ঘরে ঘরে।
মহিমার সিন্ধু তুমি করুণা অপার
সরস্বতী মা যে তুমি বিদ্যার আধার।
ধূপ-দীপে ভক্তি মনে তোমায় স্মরণ
পুষ্পাঞ্জলি দিই আজ তোমার চরণ।
জলে স্থলে অন্তরীক্ষে তব বিচরণ
জ্ঞানময় পরমাত্মাতেই সন্তরণ।
হে বিদ্যাদায়িনী বিদ্যা কর দান
জীবনকে শুভ্রতায় পবিত্রতায় পূর্ণ কর হে আজ
দূর করো মিথ্যা-কলুষতা, জ্ঞান আলোয় চিনিয়ে দাও সত্য রূপ।
সুরময় ছন্দময় জীবন দাও
আলোকিত করি যেন একে অন্যের জীবন
কণ্ঠে দাও সুর, সুরের সাগরে ডুব দিয়ে আনি অমৃত সুধা স্বরূপ।।
০৩ ফেব্রুয়ারি, ২০২৫।। শ্যামলী, ঢাকা।