শ্রমিকের জয়গান।। কামরান চৌধুরী
রোদ বৃষ্টি শীতে, ধূলি মাটি মেখে শক্ত হাতে, শ্রম দেয়
তাদের বন্দনা জয়গানে লাল সালামে শ্রদ্ধা জানাই।
শ্রমিকের ঘামে উঠেছে গড়ে বিশ্ব সভ্যতার ক্রমোন্নতি
তারাই নিরন্ন অভুক্ত তাদের স্বপ্নের অপূর্ণ পরিণতি।
শোষন বঞ্চনা বৈষম্যের যাঁতাকলে পিষ্ট শ্রমজীবী মেহনতি
হাতুড়ি শাবলে তার শক্ত হাতে দৃঢ় মনোবলে পৃথিবীর নতি।
শ্রমিকের গড়া ইমারতে সুখ খোঁজে মহাজন ভুলে বিচারকে
নেই হাসি মুখ, ক্ষুধায় ভাত ঔষধ রোগে, নেই সান্ত্বনা শোকে;
ক্লান্ত দেহ তবু… থামে না হাত, মস্তিষ্ক জুড়ে দুঃশ্চিন্তা ঘোরে
ভিক্ষা নয় কাজ, অধিকার চাই, তারা স্লোগানে স্লোগান ধরে।
আজ শ্রমজীবী মানুষের দিন
সভ্যতা গড়ায় তাদের কাছে অসীম ঋণ।
বছর বছর আসে এই দিন, অধিকার আদায়ের দিন
তবুও তাদের জীবন মলিন, অনুন্নত পরাধীন।
দেখেছো কখনো শ্রমহীন উন্নতি?
তবুও কেন নায্যতা নেই, মর্যাদা নেই… নেই শ্রদ্ধায় গতি?
তাদেরই শ্রমে উঠেছে গড়ে আনন্দ সুখ স্বাচ্ছন্দের ভিত
জীর্ণশীর্ণ দেহে চোখের জলে লুকিয়ে অতৃপ্ত স্বপ্নের গীত।
রক্ত-ঘাম-ত্যাগে যারা ফোটায় সুন্দর ফুল, গড়ে নির্মল বাগান
সঠিক মজুরি, সম্মান-মর্যাদা-ভালোবাসার পায় কি জোগান?
শ্রমিকের হাতে নির্মিত আগামী, মানবতা বিজয়ের স্বপ্নগাথা
তাদের হাসিতে তাদের গর্বে উঠুক জেগে এই ধরণীর মাথা।।
১ মে, ২০২৫।। শ্যামলী, ঢাকা।। #মেদিবস #মেদিবসের_কবিতা #শ্রমিকদিবস