ফাগুন এলে : কামরান চৌধুরী
এক ফাগুনে হলো দেখা, আর এক ফাগুনে শেষহৃদয় যন্ত্র ডাকে সখা, ভালোবাসার অবশেষ। নিত্য ভোরে পাখিরা জাগে, কোলাহলে ভরে বাগিচা,ফাগুন এলে অনুরাগে, ভেসে যায় চোখ গালিচা। ঘুরি সে প্রাচীন নগরী, লুপ্ত গুপ্ত ইট পাথরে,নব জীবনের প্রহরী, ভেসে যায় প্রেম ইথারে। ফাগুনের রঙে প্রকৃতি, অতিথি হবে আজ তুমি ?হৃদয়ের আছে প্রতীতি, চলে এসো হৃদয় চুমি। আকাশ […]
ফাগুন এলে : কামরান চৌধুরী Read More »