POETRY

ফাগুনে রঙিন মন : কামরান চৌধুরী

জেগেছে প্রকৃতি ভেঙে শীত শুষ্ক আড়ষ্টতাউদাস পবনে জাগে হৃদয়ের ব্যাকুলতা,বনের পাখি মুখর প্রকাশিতে চঞ্চলতামৌমাছি গুঞ্জন বনে তারুণ্যের উচ্ছ্বলতা। গাছেগাছে শাখেশাখে উঁকিদেয় নবপাতাশিমুল পলাশ রঙে মুছে যায় মলিনতা।মাছরাঙা কানিবক শিকার ফেলে দেখছেনীরবতা ঠেলে দিয়ে সরবে ধরা জাগছে। অন্ধকার কালো রাত সরিয়ে জীর্ণ বসনচঞ্চলতা বিশালতা হৃদয়ে পাতে আসন।যে রঙে সাজাই তাকে প্রকাশিত ভালোবাসাশুধু রঙ নয় সখি, জাগরিত […]

ফাগুনে রঙিন মন : কামরান চৌধুরী Read More »

ফাগুন এলে : কামরান চৌধুরী

এক ফাগুনে হলো দেখা, আর এক ফাগুনে শেষহৃদয় যন্ত্র ডাকে সখা, ভালোবাসার অবশেষ। নিত্য ভোরে পাখিরা জাগে, কোলাহলে ভরে বাগিচা,ফাগুন এলে অনুরাগে, ভেসে যায় চোখ গালিচা। ঘুরি সে প্রাচীন নগরী, লুপ্ত গুপ্ত ইট পাথরে,নব জীবনের প্রহরী, ভেসে যায় প্রেম ইথারে। ফাগুনের রঙে প্রকৃতি, অতিথি হবে আজ তুমি ?হৃদয়ের আছে প্রতীতি, চলে এসো হৃদয় চুমি। আকাশ

ফাগুন এলে : কামরান চৌধুরী Read More »

ফাগুনে চেতনা আগুন : কামরান চৌধুরী

বছর ঘুরে আসে ফাগুন, বুকের ঘরে জ্বলে আগুনএই ফাগুনে তোমার আসা, এই ফাগুনে যে ভালোবাসা। মন ছুটে যায় সঙ্গোপনে কোকিল সুরে নিরব বনেনিঃশব্দে দেখি তোমায় ছুঁয়ে হৃদয়ের অপার বিষ্ময়ে। চোখের মাঝে স্বপ্ন আশা ডুব দিয়ে দেখি.. সর্বনাশাস্মৃতির পথে একটু হাঁটা চেতিয়ে ধরি বুকের পাটা। মাতাল হাওয়া তোলে ঝড় নষ্ট সময় জাপটে ধরহাল ধর রে সময়

ফাগুনে চেতনা আগুন : কামরান চৌধুরী Read More »

এই বসন্ত দিনে : কামরান চৌধুরী

ও হে বসন্ত, তুমি আসো না কেন, এই হৃদয়েনিসর্গে সাজ, বন্ধ জানালা আজ, দিয়েছি খুলে।রঙিন আলো শরৎ হেমন্তের পথ পেড়িয়েদিয়েছে উঁকি, বৃক্ষের শাখে শাখে, ফুলের বানে। মৃদু হিল্লোলে উদাস চাহনিতে যায় হারিয়েকোকিল ডাকে, চঞ্চল শিহরণ বুকের ঘরে।নব পল্লবে, নর-নারী-তরুরা অমৃত সাজেআপনপর সকল স্বার্থ ভুলে, মুখর গানে। বসুন্ধরায় এ মিলন মেলায় বাহু জড়ায়প্রজাপতিরা সুখে নাচেরে আজ

এই বসন্ত দিনে : কামরান চৌধুরী Read More »

এই ফাগুনে : কামরান চৌধুরী

আবার এসেছে আজ ফাগুনধরায় লাগিয়ে কোন আগুনশীতের আবেশ নেয় মুছিয়েউষ্ণতা দিয়েছে আজ ভরিয়ে। ফাগুন এসেছে প্রকৃতির পায়ফাগুন লেগেছে মনের গায়ফাগুন আজ পূর্ণতাপায়সকল প্রাণের উচ্ছ্বলতায়। ফুলে ফুলে আবির ছড়িয়েদিকে দিকে সৌরভ বিলিয়েপ্রাণের মাঝে সুখের পবনঅন্তরে বাহিরে লাগছে কাঁপন। এই ফাগুনে তুমি এসেছিলেএই ফাগুনে কাঁদিয়ে গেলেএই ফাগুনে সাজিয়ে বাগানবসে আছি উদাস এ প্রাণ। পাতারা ঝরে অঙ্কুর জাগেপ্রভাত

এই ফাগুনে : কামরান চৌধুরী Read More »

বসন্ত আসে রে : কামরান চৌধুরী

গাছের পাতা শূন্য এখন, শূন্য বুকের প্রান্তর,প্রেয়সী তুমি আছো জুড়ে, আমার এ অন্তর।বর্ষা শরৎ শীত গেল, এলো মধুর বসন্তহিয়ার মাঝে তোমার ছবি, ভাসে আহা অনন্ত। নিত্য দাও সুরের দোলা আসছো নবরূপেবসন্ত রাগে করবো বরণ প্রতীমার স্বরূপে।শাখে শাখে ভরবে পল্লব কাননে কাননে ফুলপাখির কণ্ঠে মুখরিত হবে মনটা যে ব্যাকুল। শূন্যতা শেষে পূর্ণতা আসে চিরন্তন রীতিদুঃখ শেষে

বসন্ত আসে রে : কামরান চৌধুরী Read More »

অবনত হও : কামরান চৌধুরী

অবনত হও স্রষ্টা কাছে, অবনত হও বাবা মা’র কাছেঅবনত হও গুরুজন কাছে, অবনত হও শিক্ষকের কাছেঅবনত হও ধর্মে, কর্মে মূল্যবোধে, সংস্কৃতি দেশপ্রেমে;অবনত হও সুন্দরে, সম্পর্কে, শিক্ষায় ভালোবাসায়।অবনত হও সৃষ্টিতে, দৃষ্টিতে, কৃষ্টিতে;হৃদয়ের কোমলতা বিকশিত সুরভিত।একদিন সব অবনত,করবে তোমাকেউন্নত।। ১৫ নভেম্বর ২০২৩।। শ্যামলী, ঢাকা।। #ননেট_কবিতা 2

অবনত হও : কামরান চৌধুরী Read More »

কবিতা : কামরান চৌধুরী

কবিতা আমার ভাবনা প্রকাশসিন্ধু সেচা মুক্তাগহীন মনের গেঁথে চলা ফুলেরত্ন সংযুক্তা।কবিতা আমার অনুভূতি আঁকাচিত্রপটে চিত্রকবিতা আমার হৃদয়ের সখাঅতি প্রিয় মিত্র।কবিতা আমার শিরায় শিরায়ভালোবাসা গল্পবর্ণ শব্দে আঁকা ফুল-পাখি-নদীমুক্তি সংকল্প।কবিতায় আঁকি মাটি মানুষেরহৃদয়ের কথাঅতীত ঐতিহ্য সোনালী দিনেরজীবনের গাথা।কবিতায় সত্য সততার আলোআলোকিত মন্ত্রতারুণ্যের গান জাগরিত প্রাণমহা গণতন্ত্র।শিহরণ তোলে রক্ত কণায়মগ্নতার বৃত্ত।মনের বাগানে সুরভি ছড়ায়েছন্দ তোলা নৃত্য। কবিতা বাড়ায়

কবিতা : কামরান চৌধুরী Read More »

জাগ্রত বিবেক : কামরান চৌধুরী

যদি তোমার বিবেক থাকে, তবে তুমি মানুষযদি আয়নায় রাখো চোখ, অন্তর ধ্বনি জাগরুকভেসে ওঠে, নিজ আলো-অন্ধকার, মুখোশে আবৃত মুখ।যদি মিথ্যা, অন্যায় বা লুকোচুরি করো,তবে আঘাতে আঘাতে বাড়াবে অসুখ। যদি সত্যবাদি হও, যদি মুমিন হওবিবেকের আয়নায় নিজেকে দেখো, পরখ করো;ভাবো.. .. অনুতপ্ত হও, গভীরে… আরো গভীরে প্রবেশ করো;যদি পাপ না থাকে, নিষ্কলুষ হও, তবে আনন্দে বাঁচো।কে

জাগ্রত বিবেক : কামরান চৌধুরী Read More »

সরস্বতী বন্দনা : কামরান চৌধুরী

বিদ্যাদেবী বিষ্ণুপত্নী, হে ভারতী বিদ্যা করো দানতোমারই আশীর্বাদে করি লক্ষ্য স্থির শ্রীমন্ডিত প্রাণ জ্ঞান।ত্রিনয়নী, চতুর্ভূজা, শুক্লবর্ণা, শ্বেত বসন আবৃতা,শ্বেতপদ্মাসনা, শ্বেতপুষ্পশোভিতা, তুমি শ্বেত চন্দনচর্চ্চিতাবীণাপাণি, কুলপ্রিয়া, জ্ঞানদায়িনী, পলাশপ্রিয়া, শ্বেতলঙ্কারভূষিতামাঘ শুক্লা পঞ্চমীর শীত আমেজে ঝলমলে মিঠারোদে, হংসরথে আবির্ভূতা এক হাতে অক্ষমালা, অন্য হাতে বীণা, তৃতীয়তে বই, চতুর্থতে আশীর্বাদঅভ্র-আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষবাসন্তী রাঙা গাঁদা ফুল উপাচারেবাণী বন্দনায়

সরস্বতী বন্দনা : কামরান চৌধুরী Read More »

অগ্নি : কামরান চৌধুরী

প্রতিটি নিঃশ্বাসে এখানে বিষের আগুনমুখোশে ঢাকা মুখগুলো অচেনা ফাগুন।হাসির আড়ালে মেশানো কপটতা বিষকান্নার ভাঁজে ভাঁজে গাথা স্বার্থ অহর্নিশ। অদৃশ্য আত্মারা ক্রমশঃ কুয়াশা আবৃতযোজন যোজন দূরেই সীমানা বিস্তৃত।নিষ্ফল ব্যর্থতা গ্রাসিছে অতল গহ্বরেশৃঙ্খল মুক্তিতে প্রসারিত বাহু ঈশ্বরে। অহং হিংসা বিদ্বেষ অক্টোপাসে গ্রাসদু’ফোটা বিশুদ্ধ নিঃশ্বাস বাঁচার আশ্বাসনেশাতুর আঁখি নিষ্ফল হতাস চাহনিচারদিকে উঠুক জ্বলে বিশ্বাসের অগ্নি।। ১৮.০১.২০২৫।। শ্যামলী, ঢাকা।।

অগ্নি : কামরান চৌধুরী Read More »

আনন্দ : কামরান চৌধুরী

দু’দিনের এ জীবন তরী পথে পথে ঘুরিআজ এ ঘাটে কাল ও ঘাটে নিত্য কর্ম ধরি।যখন যেথা যাই শুধু আনন্দ খুঁজে যাইমুঠোমুঠো সুখ কুড়াই মনমাঝে মাখাই। জীবন কষ্ট ভূমি থেকোনা নিরবতা চুমিযুদ্ধ.. প্রার্থনা আশায় জাগরিত অন্তর্ভূমি।কষ্ট সাগরে অমূল্য রত্ন বিছানো যে শতকুড়িয়ে নাও মনের মত মুক্তা নুড়ি যত। অফুরন্ত রূপ রসে ভরা এ সুন্দর ধরাযত খুশি

আনন্দ : কামরান চৌধুরী Read More »

অচিন টান : কামরান চৌধুরী

এমনি করে পেড়িয়ে যায়একটি দুটি বছরহারিয়ে যায় আপন জনসুখের স্মৃতি নহর। বুকের ঘরে নিয়ত তারঅবাধ আসা যাওয়াষড় ঋতুর পেখম মেলেস্নিগ্ধ সুবাস হাওয়া। ধরার মাঝে যেদিক দেখিতোমারই প্রতিচ্ছবিউদাস মন ব্যাকুল হয়েপ্রতীক্ষায় আঁকে রবি। তোমার ছোঁয়া আলোক রেখাশতত দেখায় পথজীবন তরী স্রোতের জলেএঁকে চলে সত্য রথ। দিগন্ত জুড়ে রঙিন আলোঅন্ধকারে দেয় ডুবপ্রভাতে জন্ম জন্মান্তরেইসুপ্ত গুপ্ত চলা খুব।

অচিন টান : কামরান চৌধুরী Read More »

নফস : কামরান চৌধুরী

নফস সেতো পবিত্রতা যেন এক উপলব্ধিসে পবিত্র হলে বোধশক্তি হয় যে পবিত্রযদি সে নাপাক হয়, বোধশক্তিও হয় নাপাক। পাপে পূর্ণ ধরাতল, স্বার্থলোভে মানব জীবন অবতল,কামনা-বাসনা ইচ্ছা, প্রলুব্ধ মোহান্ধ করে অমঙ্গলেচ্ছা।লাগাম টানো সেথা, সাধের জীবন যায় যে বৃথা! যদি চাও, স্রষ্টা রঙে নিজেকে রাঙিয়ে নাওজৈবিক শক্তিতে লাগাম টেনে নৈতিক শক্তিকে তোলো উচ্চাসনে।ভাবো…. কে তুমি? কোথা থেকে

নফস : কামরান চৌধুরী Read More »

নতুন বর্ষ নতুন আশা : কামরান চৌধুরী

দিন আসে দিন যায়, দিনগুলো যেন অনন্তে হারায়স্মৃতিগুলো মায়া হয়, দিনান্তে পেছন ফিরেই তাকাই। জীবনের টানে গতি, মানবো না কভু পরাজয় নতিপাতা ঝরে পাতা জাগে, অটল সচলতায় অগ্রগতি। বছর শেষেই আসে, নতুন দিন নতুন কিছু স্বপ্নমুছে দিই মলিনতা দুঃখ কষ্ট ব্যথা অশুভ চিহ্ন। আনন্দ সুখের ধারা হোক জীবন্ত হোক সে অফুরন্তসূর্যের আলোক স্নানে আলোকিত হোক

নতুন বর্ষ নতুন আশা : কামরান চৌধুরী Read More »

সালতামামি-২ : কামরান চৌধুরী

বছর সাঙ্গ হবে সাঙ্গ হবে জীবনকিছু কাজ তবু বাকি থাকে এখন।সব কাজ কভু হয় কি সারাডানা মেলে কি জীবনে তারা? এই ফিরে দেখা তবু বারবারক্রম দেয় তাগিদ বাকি পূর্ণ করার।হলো যা অর্জন, তাতে না থাক গর্জননিয়মের সুতোয় পার করা জীবন। পায়ের ছাপ, ধরা বুকে নাই বা থাককালের ধূলি কণায় সব মিশে যাক। স্মৃতি থাক ধরায়,

সালতামামি-২ : কামরান চৌধুরী Read More »

সালতামামি-১ : কামরান চৌধুরী

দিন যায়, মাস যায়, মাস ঘুরে বর্ষ যায়কেন যেন দ্রুতলয়ে দিনগুলো চলে যায়। চলে যায় স্মৃতি হয়ে আর এক বর্ষ পিছেবর্ষের সালতামামি খুলে বসে হাঁটি পিছে। হাসি কান্না, ব্যর্থ পণ মনাকাশে ভেসে ওঠেকত ছবি, স্মৃতি কথা, পূর্ণতার রেখা ফোটে। নব বর্ষ নব আশা তুষ্ট মন তুষ্ট আশাক্ষমা চেয়ে সব মনে খেলা শুরু করি পাশা। নব

সালতামামি-১ : কামরান চৌধুরী Read More »

বড়দিন : কামরান চৌধুরী

ধরার বুকে মানব রূপে আসলো নেমে প্রভু পরশে তার মুক্তির রেশ ছড়ায় শান্তি ঋভু। এই দিনেতে এসেছো তাই ক্ষুদ্রতা মুছে যাই হিংসা ছেড়ে বিদ্বেষ ছেড়ে আনন্দ খুঁজে পাই। চিন্তা ভাবনা মহৎ করি হৃদয় করি মস্ত শান্তি সম্প্রীতি রাখতে ধরে কাজেই থাকি ব্যস্ত। দেহেতে ধরি রক্ত ক্ষরণ হয়েই যাই নিঃশ্ব পিতার কর্ম হৃদয়ে ধরি সাজায়ে চলি

বড়দিন : কামরান চৌধুরী Read More »

বিজয় : কামরান চৌধুরী

লড়াই আনে অর্জন বৃথা নয় বিসর্জনসুফল সুদিন আসে স্বপ্ন সুখের গর্জন।দামাল ছেলের প্রাণ আনে নতুন প্রভাতদুঃখ ঘুচিয়ে দিয়ে জানায় সে সুপ্রভাত। ন’মাসে লেখা কবিতা সেই সে মুক্তির দিনবিজয় গৌরবে গাঁথা বাংলাদেশ স্বাধীন।বাঙালি রাখবে ধরে স্বাধীনতার সম্মানশত বছরেও যাবে না মুছে স্মৃতি অম্লান। মুক্তিযুদ্ধের বিজয় সে আমার অহঙ্কারবিজয়কে সমুন্নত করি দৃঢ় অঙ্গীকার।প্রাণ দিয়ে রক্ত দিয়ে, এনে

বিজয় : কামরান চৌধুরী Read More »

বিজয় : কামরান চৌধুরী

বিজয় মানে স্বপ্নের জয়পরাজিত শত্রুসজীব প্রাণে আনন্দ খেলামুছে ফেলা অশ্রু। বিজয় মানে প্রভাত আলোগর্ব সিন্ধু বেলাফাগুন রঙে সাজানো দিনউৎসব খেলা। বায়ান্ন থেকে একাত্তর যেরক্ত ঢেলে চলা।শত্রু হননে দৃঢ় বাঙালিমুক্ত কণ্ঠে বলা। মুক্তি পাগল দামাল ছেলেকেড়ে আনে সূর্যবীরের বেশে পতাকা তোলেগর্ব শৌর্য বীর্য। বিজয় মানে শ্রদ্ধা স্মরণবীরত্বের গাঁথারক্ত শহীদে আজন্ম ঋণশ্রদ্ধা নত মাথা। বাংলা-জাতি-সংস্কৃতিরজাগরিত সত্ত্বাদৃঢ় শপথে

বিজয় : কামরান চৌধুরী Read More »

Scroll to Top