কিছুটা সময় ধার : কামরান চৌধুরী
মৃত্যু থেকে কিছুটা সময় নিয়েছি যে ধারতাই নিয়ে ঘুরছি ধরায় এধার ওধার। কি উদ্দেশ্যে বিধাতা পাঠালো খুঁজি না কারণধরণীতে সারাটা জীবন চলি অকারণ। বেলা শেষে হিসাব নিকাশ যে অস্তগমনএখনো তো পাইনি ঠিকানা দৃষ্টি প্রশমন। কি যে করি, ভেবেই পাইনা খুঁজি নিরন্তরশান্তি সুধা মানব কল্যাণে অন্তরে অন্তর। মৃত্যু সেতো চিরন্তন সত্য, সে অবধারিততবু মন ছুটে ছুটে […]
কিছুটা সময় ধার : কামরান চৌধুরী Read More »