উষ্ণ শীতল : কামরান চৌধুরী

কি জানি কেন, কি থেকে কি হলোতোমার আমার সম্পর্কটা শীতল হলো। খুবতো ছিল মধুময় দিন বাজিয়ে কৃষ্ণবীণমনে হতো তুমিও রাধার মতো উদাসীন। তুমিও দূরে আমিও দূরে অনেক দূরেঘড়ির কাটা তবুও যেন চলেছে ঘুরে। সময়ের চোরাবালি জাপটে ধরে জীবনখড়কুটো ধরে তবু চলেছি ভেসে মোহন। গোলাপের পাপড়িগুলো বৃন্তমাঝে আটকেক্রমান্বয়ে আলগা হয়ে ঝরে পড়ে ছিটকে। মিশেছে স্রোতধারা অনন্ত […]

উষ্ণ শীতল : কামরান চৌধুরী Read More »