এখনো তুমি : কামরান চৌধুরী
এখনো তুমি আগের মতো প্রতীক্ষা করো আমায়কপালে টিপ কানেতে দুল আবির ঠোঁটে জড়াও। এখনো তুমি সেজেগুজেই অলিন্দে এসে দাঁড়াওগাছের ভিড়ে ফুলের কাছে মনের কথা জানাও? গলায় পড়ো মুক্তার মালা নাকের নথ সেথায়অপূর্ব মুখ বিমুগ্ধে দেখি গলার ভাজ সেটাও। গানের সুরে কবিতা শুনে হৃদয় সিক্ত আজওকখনো মনে জাগে কি স্মৃতি, আমার সাথে মেশাও! চলেছি পথ, অজানা […]
এখনো তুমি : কামরান চৌধুরী Read More »