কষ্ট আছে : কামরান চৌধুরী
কষ্ট আছে ধুলির ধরায়কষ্ট আছে সত্য বলায়কষ্ট আছে জীবন গড়ায়কষ্ট দৃঢ় পথ চলায়। কষ্ট নদীর বারো মাসজোয়ার ভাটা সর্বনাশ।কষ্ট আছে ভালোবাসায়কষ্ট এই অন্তর জ্বালায়। কষ্ট প্রিয়ার শ্বাস-প্রশ্বাসফুসছে বুকে দীর্ঘশ্বাস।কষ্ট তার আদর সোহাগনিশি জেগে শুনি বেহাগ। কষ্ট আছে বন্ধু চেনায়কষ্ট ভাল বন্ধু পাওয়ায়।কষ্ট প্রিয়ার প্রতারণায়কষ্ট সে বিশ্বাসহীনতায়। কষ্ট সুখের দোরগোড়ায়কষ্ট মুখে হাসি টানায়কষ্ট আছে অন্ধকারেকষ্ট আছে […]
কষ্ট আছে : কামরান চৌধুরী Read More »