জাগোরে জাগো : কামরান চৌধুরী

ভোরের পাখি ডাকছে তোমায়নয়ন মেলে জাগো না ভাইআঁধার সরে ফুটলো আলোঅনিন্দ্য সময় বয়েই গেলো।দেখোনা প্রকৃতি হাসছে কতোশান্ত স্নিগ্ধ অরণ্য যতো।মনের সাগর আকাশে মিশেউদাসী ডানায় চলে সে ভেসে। চলার শক্তি কাজের শক্তিপ্রেরণা ভক্তি সাধনা মুক্তি,পুলকে পুলকে ভরায় মনআবেশে সুবাসে ছড়ায় ধন।থেকোনা আর নয়ন বুজেনিসর্গ রয়েছে সেজেগুজে।জাগোরে জাগো ওঠোরে ওঠোছড়াও সুখ মুঠো মুঠো ।জড়তা কালিমা দাওগো মুছেনা […]

জাগোরে জাগো : কামরান চৌধুরী Read More »