তুমি আমার পৃথিবী : কামরান চৌধুরী

তুমি আমার পৃথিবীতুমি আমার মা,তোমার কোলেই বেড়ে ওঠাপায়ে পায়ে চলতে শেখা।তোমার পরশে ঘুমিয়ে পড়াতোমার পরশে জেগে ওঠা।তোমার সৌরভে সতেজ থাকাস্নেহ-মমতা আদর মাথা। না পেলে মা তোমার পরশহোতো কি মা এ মন সরস।তোমার যতন ছাড়া মাগোআমি মানুষ হতাম না।তোমার ছায়া জীবন মাঝেকর্ম কাজে সকল শ্বাসে;তোমার আলো তোমার তেজজাগায় বুকে সাহস বেশ। সেই তুমি মা চলে গেলে […]

তুমি আমার পৃথিবী : কামরান চৌধুরী Read More »