ধন্য আমি ধন্য জীবন : কামরান চৌধুরী

ধন্য আমি, ধন্য জীবন, ধন্য জন্ম-জন্মান্তরেরধ্রুপদ ধরায় জন্ম এ বাংলার পরশ লভে।ধমনীতে ধিকধিক জ্বলে সে প্রসন্নগাঁথা রূপ-কথা,ধবলগিরির পাদদেশে পললে শ্যামলে অপরূপ বেশে।ধূলিমাখা পথ ধুধু বালুচর, ভালোলাগে সবকিছু তার,ধঞ্চে, ধনেপাতা, ধানক্ষেত, মাঠ-বন সবুজাভ চারধার। ধ্যান জ্ঞান এই বাংলার প্রকৃতি মানুষ সব একাকার।ধনেশ, ধানশালিক, দোয়েল টিয়ার সুরধ্বনিতে মন যাযাবর।ধরলা, ধলেশ্বরী, ধানসিঁড়ি পদ্মা যমুনায় ধারা বহে স্নিগ্ধ।ধন ধান্যে […]

ধন্য আমি ধন্য জীবন : কামরান চৌধুরী Read More »