নতুনের গান : কামরান চৌধুরী

পুরনো সে দিনগুলো আমায় বেঁধে রেখেছেনয়নে ভাসে বসন্ত, আহা হৃদয় খুলেছে,চেনা-জানা সুরগুলো সে গুনগুনিয়ে যায়চরণ চিহ্ন এই হৃদয়ে এঁকে বেকে ধায়।বসন্ত শেষে কচি পল্লব প্রকৃতিতে বেশমন অঙ্গন সুরভি মাখে সুখের আবেশ।গুঞ্জনসুর তোলে যে ভ্রমর, চৌদিক ঘুরেজীর্ণ শুষ্ক কষ্টকথা হাওয়ায় যায় সরে। নববর্ষে মন, পলেপলে আনন্দ সুখ মাখেপথবাঁকে ব্যথা-মায়া তবু জেগে জেগে থাকে। এই আমরা বাঙালি, […]

নতুনের গান : কামরান চৌধুরী Read More »