পাপ ।। কামরান চৌধুরী

প বর্ণের কাব্য পাপে পূর্ণ এই ধরণীতল, পথভ্রষ্ট আমরা পথিকজনপরিপুষ্ট পাপ পরিবেষ্টন করে রেখেছে দেহ-মনপরিমল আসে না কোথাও, প্রান্তসীমায় পৌঁছেছি বলেপতঙ্গের মতো পাপরূপে অগ্নিকুন্ডে ঝাঁপ দিই পলেপলে।পড়ন্ত বিকেলে পড়িহাস হয়, পথ হারিয়েছি কোথায়পিচ্ছিল পথ পদে পদে বিপদ, আসেনা পয়গাম বুকে ভয়। পথ প্রদর্শক নেই কেউ পতনোন্মুখ জাতি উদ্ধারেপরাভব মানে না মন, ঘুরে আধারে।পদানত করি লোভ, […]

পাপ ।। কামরান চৌধুরী Read More »