শরতে হলো দেখা : কামরান চৌধুরী
সাদা সাদা মেঘগুলো নীল আকাশে চলছে ভেসে অজানায়প্রজাপতি যুগলের মন ছুঁয়ে ছুটছি তোমার ঠিকানায়।এই শরতেই তার সাথে হয়েছে মিতালী, কাশ বনে একা;নীল শাড়ি পড়ে, পরিপাটি বেশে এসেছিল, নিবিড় সে দেখা। চোখদুটি মুগ্ধ, বাকরুদ্ধ, পরখ করি নির্মল হাসি, চুল,গুইচিচাঁপা খোপাতে জড়ানো, হৃদয় সুবাসিত চুলবুল।দোলে কাশফুল গুল্মলতা, ভ্রমরের ডানা, কাজল কালো ভ্রুদুর্বাঘাসে বসে মুখোমুখি, দু’জনেই আলাপ করেছি […]
শরতে হলো দেখা : কামরান চৌধুরী Read More »