শেষ দিয়ে শুরু : কামরান চৌধুরী
যেথা হয় শুরু সেথায়তো শেষজন্ম জন্মান্তর খেলা অনিমেষ।বিশ্ব চরাচর ঘুর্ণমান বৃত্ততবু মন ব্যথাতুর অশ্রু সিক্ত। বসন্তে পল্লব ঝরে ঝরে যায়নবীন পল্লবে বৃক্ষ ছেয়ে যায়।স্থানান্তর খেলা চলে অবিরতমায়া মমতায় হৃদয়টা ক্ষত। সবুজে চাঞ্চল্যে পাখির কাকলিনব মুখ প্রাণে সুখের মিতালিনিত্য ঝংকার নব নব সুরভুলে যায় ব্যথা যন্ত্রণা অসুর। আসা যাওয়ার এই খেলাঘরগড়ে তোলা সেথা বসন্ত বাসর।শুরু হলে […]
শেষ দিয়ে শুরু : কামরান চৌধুরী Read More »