সন্ধ্যা নেমেছে মনে : কামরান চৌধুরী

মনের আকাশে মেঘ কতদোলায় দোলায় ভাসে শতদুঃখ সুখের ছন্দ দোলাজীবন রাঙায় হয় ভোলা। হালকা জমাট মেঘ ভেলাবুকের ভেতর করে খেলা,পরশ তোমার মিশে রয়উচ্ছল উজ্জল রৌদ্রময়। সন্ধ্যায় পাখিরা ডানা মেলেআপন নীড়েতে ছুটে চলে,আঁধারে আকাশ তারাময়নিয়ত নিরবে জেগেরয়। জেগেছে প্রকৃতি নবসাজেসন্ধ্যার আলোর সুরবাজেমিশেছে এখানে স্মৃতি বুকেদেখনা কেমনে গায়ে মাখে। ছিলাম এখানে তুমি আমিএকান্ত একাকী সেই আমিআজও জেগেছি […]

সন্ধ্যা নেমেছে মনে : কামরান চৌধুরী Read More »