লুপ্ত চাহনি : কামরান চৌধুরী
বর্ষার জল শুকায় খাল-বিল-নদী পুকুর নালায়মাছ ধরার প্রতিযোগিতা চলে এই গ্রাম বাংলায়।বাজার ভরে, পুটি, টাকি, কৈ, পাবদা, শোল, বোয়াল মাছেমন ছোটে খইরা, মলা, ভেদা নানা রঙা মাছের পিছে। বাঁশের পাতায় রৌদ্র হাসি, ঝিকমিক উঁকি, চমকায়সপ্তপর্ণা ছাতিম শাখারা, হেলে দুলে ডাকে ইশারায়।গাছের ছায়ায় মিলেমিশে ছুটি প্রাণ ভরে শ্বাস নিতেযেমন করে তোমার কাছে ছুটে চলি সারদ প্রভাতে। […]
লুপ্ত চাহনি : কামরান চৌধুরী Read More »