বন্ধু তুমি : কামরান চৌধুরী

ত্রিমাত্রিক কাব্য বন্ধুতুমি আছোহৃদয় অলিন্দেনিত্য থাকো সুর ছন্দে।তোমাতে শান্তি ঘোচায় ক্লান্তিতোমার কথারা গোলাপ সুবাস,চঞ্চল প্রাঞ্জল অনিন্দিত বসবাস।আত্মার বন্ধন, আস্থা, বাঁধনহীন মুগ্ধতা,তোমাতে বিশ্বাস তোমাতে পছন্দ মন মিল;হিসেবের অংক হয়না সেথা গরমিল।প্রাপ্তি অপ্রাপ্তিতে বুকে সাগর-সাহারাছায়া বৃক্ষের মতো দাও পাহারা।চাঁদনী রাতের স্নিগ্ধ আলোসরল রঙিন ভালো।মনে ঝাড়বাতি,জাগো দিবারাতি।। ০৫.৮.২০১৮ ।। শ্যামলী ঢাকা। ত্রিমাত্রিক কাব্য গ্রন্থ থেকে নেয়া 5

বন্ধু তুমি : কামরান চৌধুরী Read More »