একটু সময় দাও : কামরান চৌধুরী
একটু সময় দাও আমায়, আর একটু সময় দাও,এখনো পারিনি গুছাতে নিজেকে, এখনি তুলবো ঘরে তোমায়।স্বপ্নের সাথীরা করছে ভিড়, অজান্তে বুকে বেঁধেছে নীড়।সময়ে না পাওয়ার যন্ত্রণা, ব্যাথায় নীল, উচ্ছ্বাস-শঙ্কা ক্রমে সঙ্গিন। অলিন্দে বসে ভোরের মিঠে রোদ মাখবো গায়েমেঠো পথ ধরে নদী তীরে হেঁটে যাব বহুদূরেকাশবন, ঝাউবন, সোনালী ধানের ক্ষেতেহাতে হাত রেখে ঘুরবো দুজন অজানাতে।চঞ্চল পাখিরাও দেখবে […]
একটু সময় দাও : কামরান চৌধুরী Read More »