তোমাকে ছুঁয়েছিলাম : কামরান চৌধুরী
তোমাকে ছুঁয়ে ছিলাম সকাল দুপুর রাতেচোখের তারায় খুঁজেছিলাম অধরা স্বপ্নকে।ইচ্ছেগুলো চিঠির খামে তোমার ঠিকানায়প্রহর কাটে ডাক পিয়নের ঘন্টা শোনায়। সরোবরে পদ্ম হাসে অনুভবে সুখময়।বুঝিনা তোমাকে, দুরত্ব বাড়ে নিরবতায়।সন্ধ্যা নামে, জনশূন্য প্রায় রাজপথে, একাআলো আধারীর অনুক্ষণে, পাশ ফিরে দেখা। আবছা আলোয় দেখি আঁচল সরানো মুখকানের দুল, নোলক, চোখেতে তৃপ্তির সুখকপালে টিপ, রেশমি চূড়ি পায়ের নুপূরটিপটিপ ঢিপঢিপ […]
তোমাকে ছুঁয়েছিলাম : কামরান চৌধুরী Read More »