উড়ু উড়ু মন উতল হাওয়ায় উদাসীন বুকে
উগ্র বাসনা উঘাড় হতে উচ্ছৃঙ্খলতায় ঢাকে
উচাটন মন উৎসুক হয়ে উঁকি দেয় উদ্যানে
উচ্ছ্বল উচ্ছ্বাস, উদ্দমে উদগত উদ্ভাসিত সুখে।
উনানে উত্তপ্ত উৎকণ্ঠা উচ্চকণ্ঠে উচ্চারিত বাণী
উচিত কথা বুঝে না উজবুক, উদ্দেশ্যহীন ছোটে।
উপকূলে উষ্ণ বায়ু উল্লোল উলঙ্গ উল্লাস করে
উদ্বেগে উদ্ভাস, উন্মত্ত উন্মুখ, উজার করে ঢালে।
উসখুস স্বপ্ন উপহত আশা উপগত হয়।
উপাচার নিয়ে উৎফুল্লে উত্তরণে ভোলে।
উষাকালে উপাসনায় শত উৎপল উৎসর্গে উপশম অশান্তি
উৎসবে উপনীত উন্মুখ উন্মোচন উপহাররাজী
উর্বশীর উপমা উপাখ্যানে উদ্দীপ্ত মনের তন্ত্রীরাশি।
উজ্জ্বল আলোয় আলোকিত অন্তর সুন্দরের উলকি আঁকে
উপবাসে উপ্ত উপাসনার বীজ ঈশ্বর উপকণ্ঠে।।
০৭.০৯.২০১৬ ।। শ্যামলী, ঢাকা। উ বর্ণের কাব্য