ব্যস্ত জীবনের অলি গলি ছেড়ে
একটি বিকেল তোমায় দিলাম।
অপেক্ষা প্রহর শেষ হলো যেন
তোমার হাসিতে সরস হলাম।
বিজয়ার হাসি মিশে আছে দ্যাখো
শিউলি দোপাটি গুঁইচি চাপায়,
মধু মঞ্চে মধু হাসি কৃষ্ণ বাঁশি
শিরায় উপশিরায় মুগ্ধতায়।
রাজপথে রেঁস্তরায়, পায়ে পায়ে
চোখে চোখ স্পর্শের গভীরতায়,
যায় ক্ষণ বলা না বলা কথায়
আবার দেখার তৃষায় তৃষায়।
বছর বছরে এটুকুই দেখা
অন্ধকারে মৌন আলোকের শিখা।
ঘুচেছে দূরত্ব এপার ওপার
অন্তরের টানে সব একাকার।।
সেলিমপুর, কলকাতা।। ২০.১০.১৮। কলকাতার বন্ধু পত্রলেখাকে নিয়ে লেখা