একটু সময় দাও আমায়, আর একটু সময় দাও,
এখনো পারিনি গুছাতে নিজেকে, এখনি তুলবো ঘরে তোমায়।
স্বপ্নের সাথীরা করছে ভিড়, অজান্তে বুকে বেঁধেছে নীড়।
সময়ে না পাওয়ার যন্ত্রণা, ব্যাথায় নীল, উচ্ছ্বাস-শঙ্কা ক্রমে সঙ্গিন।
অলিন্দে বসে ভোরের মিঠে রোদ মাখবো গায়ে
মেঠো পথ ধরে নদী তীরে হেঁটে যাব বহুদূরে
কাশবন, ঝাউবন, সোনালী ধানের ক্ষেতে
হাতে হাত রেখে ঘুরবো দুজন অজানাতে।
চঞ্চল পাখিরাও দেখবে চেয়ে কলতানে মন উঠবে নেচে
নরম দুটি হাত ধরবে আমায়, উঠবে ধমনী নেচে গেয়ে।
নিভৃতে আলিঙ্গন, নেই যেথায় খাদ্য অন্বেষার তাড়া
ভালবাসবো প্রিয়া, অপ্রয়োজন চাহিদারা একটু দাঁড়া।
তবু দেবেনা ভালবাসতে আমায় পাঁজরে আঘাত অবিরত
গুছাতে পারিনি নিজেকে, পড়ে আছে কাজ এখনো কত।
একটি একটি স্বপ্ন পূরণ, একটু একটু গোছানো
রাতারাতি হয়কি সব ! সময় দেবেনা কখনো ?
একসাথে পায়েপায়ে সুখদুখে চলো যাই ঘর বানাই
দুজনের স্বপ্নমিলে সেথায় ভালবাসার মন্দির সাজাই।।
তারিখ : ২৭.১০.২০১৫