তোমার আমার গোপন প্রণয়, গোপন অভিসার
দেখবে না কেউ আড়াল থেকে, প্রেমের এ প্রলয়।
নিশুতি রাতের আঁধারে দুজন করবো আলিঙ্গন
সঙ্গমে সেথায় উঠবে প্রলয় আনন্দ জয়গান।
সুখের নিশান উড়ায়ে এবুকে বসন্ত কলরব
ঘুমের আবেশ কাটবে না বেশ সুখের উৎসব।
এ মন আমার ভাসলো কোথায়, কোন সে আকর্ষণে
সুখের এ ঘর ছাড়লো নিমেষে, প্রেমের বরিষণে।
গোপন প্রেমের বাঁধন মধুর, যায় না অস্তাচল
সুখের আবেশ ভাঙায় সেথায়, ভোরের কোলাহল।
প্রবল আবেগে ছুটছে উচ্ছ্বাসে, যেন রে বাঁধনহারা
রুধিতে পারেনা কেউতো তাহার, শক্তিতে আত্মহারা।
কেউতো জানেনা তাহার খবর, একান্ত আমারই
গোপন গহীনে রয় যে আমার, দুরন্ত সহচরী।
নিরালা নিভৃতে আড়ালে আড়ালে তোমার বসবাস
তোমার সুখের পরশ মোহতে আমার সর্বনাশ।।
তারিখ: ১৭ জানুয়ারি ২০১৬