টংটং ঘন্টা বাজছে, রাত নয়টা
টহল দিচ্ছে নগর পুলিশটা,
টিকটিক শব্দে টিকটিকি চলে
টাকা ছাড়া সুখ অজানা কষ্ট নীলে।
টুটি চেপে ধরা কষ্টরা যায় ভুলে
টগর শাখে ভোরে টুনটুনি দোলে।
টানাটানা চোখ তবু টোকা দেয় বুক
টোলপড়া গাল তার, লাজে টুকটুক।
টিপ পড়া রূপে হৃদয়ে ঝড় তোলে
টিপটিপ বৃষ্টিতে টিপেটিপে পথ চলে।
টনটনে ব্যাথায় টনক নড়ে গা’টা
টানাপোড়ন সংসারে আছে অভাবটা
টাকার কমতিতে থেমে যায় জীবন
ট্যাক্সি, বাসে, ট্রাফিক জ্যাম যেমন।
ট্যারাচোখে দেখে সব, টিটকেরি কাটে
টুপি দিয়ে টাক ঢেকে টোপলা মাথায় হাঁটে
টেক্কা দিতে যায় কেউ কেউ
টুকটাক কাজ সেরে ফেলে কেউ।
টাঙগুয়ার বিলে ট্রলারে ঘুরে বেড়ায়
টোঙ ঘরে টেংরা ঝোলে ভাত খায়।
টইটুম্বুরহীন দিঘি জলে হংসদল নৃত্য করে
টাইটানিক ডুবে যায় টুটাফাটা জীবন তীরে
টুপিপড়া চোখগুলো জৌলুসহীন শূন্যতায় মরে।।
ট বর্ণের কাব্য ১৯ অক্টোবর, ২০১৬।। শ্যামলী, ঢাকা