তখন ছিল ততোধিক শীত, তদুপরি অপেক্ষা, তুমি আসবে তাই।
তমাল তলে তিলোত্তমা রূপে দেখেছি তোমায়,
তন্বী তনুর ভাঁজ তন্নতন্ন করেছি পরখ।
তড়তড় করে তক্ষক ছুটে তপোভঙ্গ করে দেয় আমার।
তীব্র তীক্ষ্ণ তিয়াষ তারুণ্যে তোলপাড়
তোড়ণ গুল্মলতার, ফুলের তোড়া হাতে এগিয়ে যাই
তর্জনে, তাণ্ডবে তোলপাড় বুকের ঘর,
তমাল তলে তখনি আসে ভালোবাসার ঝড়;
তোড়জোড় প্রকৃতির মাঝে, তপন যাচ্ছে ডুবে।
তাল সুর তান তরঙ্গ মাঝে তোলে মোহিত আবেশ।
তারপর নেমেছে সন্ধ্যা তিথি, তোমার তুলনা তুমিই;
তিমিরে তমসাবৃত, তবুও তোমার উপস্থিতি, তড়িৎশিখার মত।
তামান্না মনের তিরপিত আঁখিতে দেব ডুব
তারাভরা রাতে তোমার হাতে তহুরা-শরাব খাব।
তরী বেয়ে তরতর করে ছুটে যাব তট ছেড়ে,
তন্দ্রা এসে ভর করে তৃপ্ত আঁখির সীমানায়।।
২০.০৭.২০১৭।। শ্যামলী, ঢাকা।