আলোয় আলোয় ভরে ওঠে সন্ধ্যা আকাশ
নিকষ কালোর মাঝে দেখি তোমার প্রকাশ।
যতো আছে পাপ কষ্ট বুকে জ্বলে পুড়ে যাক
অভিমান ক্ষোভ বেদনাশ্রু অনন্তে মিলাক।
আকাশ প্রদীপে মুছে নিক জীবনের কালো
আতশবাজিতে মুখরিত প্রাণে আনন্দিত আলো।
অলিন্দে দাঁড়িয়ে হেমন্তের সুশীতল রাত
পরশে তোমার অযুত কষ্টরা নীরবে কুপোকাত।
অন্ধকার মাঝে আলোক রশ্মির অনন্ত বিজয়,
মন্দ মাঝে ভালো, অজ্ঞতার থেকে জ্ঞানের জয়।
দুঃখ মাঝে সুখ, স্বপ্ন বুনে বুনে হতাশা মিলায়
ফুলের সুগন্ধে চিরন্তন মন মাতোয়ারা রয়।
প্রজ্জ্বলিত আলোকমালায় উচ্ছ্বসিত হৃদয় ভূমি
পবিত্র চাদরে মুড়েমুড়ে মুছে দাও কষ্ট তুমি।
দিয়া জ্বালি ঘরে অশুভ তাড়নে নিরন্তন চেষ্টা
অপরে সম্মান, প্রেম-খুশি-শান্তি প্রদানের তেষ্টা।
ক্ষমা করে দিই সুখ আনায়নে অপরের অপরাধ
মুছে নিই দুখ, কর্ম গুণে সুখ, বিশ্বাস অগাধ।
প্রতিদিন ক্ষণ, দিয়া জ্বালি মনে, সুখ শক্তি দানে
তোমার আলোয় আলোকিত হই আনন্দ প্রদানে।।
দীপাবলীর কবিতা ।। শ্যামলী, ঢাকা। ৩১.১০.২০২৪।।