নফস সেতো পবিত্রতা যেন এক উপলব্ধি
সে পবিত্র হলে বোধশক্তি হয় যে পবিত্র
যদি সে নাপাক হয়, বোধশক্তিও হয় নাপাক।
পাপে পূর্ণ ধরাতল, স্বার্থলোভে মানব জীবন অবতল,
কামনা-বাসনা ইচ্ছা, প্রলুব্ধ মোহান্ধ করে অমঙ্গলেচ্ছা।
লাগাম টানো সেথা, সাধের জীবন যায় যে বৃথা!
যদি চাও, স্রষ্টা রঙে নিজেকে রাঙিয়ে নাও
জৈবিক শক্তিতে লাগাম টেনে নৈতিক শক্তিকে তোলো উচ্চাসনে।
ভাবো…. কে তুমি? কোথা থেকে এলে? কোথায় যাবে চলে?
কে এই জীবন দিল? কে সে সাধের জীবন কেড়ে নিল?
এ বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃজিল? কোন উদ্দেশ্যে স্রষ্টা তোমায় সৃজিল?
দুনিয়া লোভে অন্ধ না হয়ে, আপন স্বরূপ নাও চিনে
পশুর মতো থেকো না পড়ে, সৃষ্টির রহস্য জানো নিজ জ্ঞানে।
দিয়েছে যে- জ্ঞান, বুদ্ধি, চিন্তা, শক্তি, যুক্তি স্মৃতি, কল্পনা বিবেক;
পবিত্রতা এনে দেহ মনে, স্রষ্টা প্রেমে আত্মায় মারো পেরেক।
জীবন পূর্ণ হয়, মহামুক্তি হয়, চিনে নিলে নফস বলয়।।
তারিখ- ০৭.০১.২০২৫।। শ্যামলী, ঢাকা।। আধ্যাত্মিক_কবিতা