প্রভু, শক্তি দাও, শক্তি দাও
সত্য পথে চলার শক্তি।
জ্ঞান দাও, জ্ঞানের আলোয় নিজেকে চিনতে দাও
কর্ম দাও, কর্ম সম্পাদনের ইচ্ছা দাও
কর্মস্পৃহা বাড়িয়ে দাও,
দাও কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা।
ধৈর্য দাও, দাও কষ্ট সহ্যের ক্ষমতা
লোভ থেকে মুক্তি দাও
দাও সত্য পথের সন্ধান।
গৃহ দাও, গৃহের মাঝে সুখ দাও
স্বাস্থ্য দাও, দাও রোগ থেকে মুক্তি
প্রাণ দাও, আয়ু দাও, দাও বিপদে মুক্তি।
গুরুজনে ভক্তি দাও,
দাও কল্যাণময় চিন্তা
চিত্তমাঝে সুখ দাও,
প্রিয়মুখে হাসি দাও;
দাও অফুরন্ত সুখ-সমৃদ্ধি, মর্যাদা।
ভুল পথ থেকে ফিরিয়ে দাও
দাও জাগ্রত বিবেক।
বিজয়ের শক্তি দাও
দিওনা কভু করুনার দান।
অন্তরে ভালোবাসা দাও
দাও তোমাকে না ভোলার মন্ত্র।
হে সর্বজ্ঞ, সর্বশক্তিমান, হে মহান
তোমার কাছেই করি সমর্পণ
তুমি শক্তি দাও, সব স্বপ্ন বাস্তবায়নের।
(নিসর্গে মিশেছে প্রেম কাব্যগ্রন্থ-২০১৩ থেকে নেয়া)