ফ’ বর্ণের কাব্য
ফাগুনে ফড়িং উড়ছে যেনরে রংধনু রঙ মেখে
ফটক উপরে ফড়াৎ ফড়াৎ চড়ুই যাওয়া আসা করে।
ফিকফিক হাসির ফোয়ারা ফোটে দুটি ঠোঁটের কোণে
ফন্দিবাজ ফন্দি আটে ফায়দা লুটার তরে।
ফলবান বৃক্ষে তারুণ্যের ঘ্রাণ্, ফসল মাঠে যৌবন হাসে
ফুলেফুলে সুরভিত ফল্গুধারা, আনন্দ আসে বাইরে ঘরে।
ফালতু ঝামেলা জীবনটা মাঝে মাঝে ফালাফালা করে
ফেরারী বসন্ত ফিসফিস ডাকে, ফাটাফাটি গান ধরে।
ফুটফুটে শিশুর হাসিতে ফোটে ফুল, বড় রাস্তা পাশে
ফুটোফাটা দুখগুলো মুছে নেয় আবেশে বর্ণিল করে;
ফেরানো যাবে কী, ফুসলে আনা, হারানো সে স্মৃতি?
ফুলদানিতে ফুলেফুলে যতনে, ফুলেল শয্যা যে ধরে।
ফুর্তি ফুরিয়ে যায় ফাঁদ পাতা জানালায়
ফাঁক গলে ফাঁসি রশি উঁকি দিয়ে ধরে।
ফেসে যায় ভেসে যায় ফাগুনের হাওয়ায়
ফ্যালফ্যাল করে চেয়ে থাকি, ফেলে আসা বালুচরে।।
শ্যামলী, ঢাকা।
Very Good poem