যদি কর ব্যতিক্রমী চিন্তা, উন্নত জীবনের হবেই হবে নিয়ন্তা
ছিড়ে ফেলো নিয়মের জাল, হয়ে ওঠো মানবিক দিকপাল।
ধর্মে সংস্কারে রেখোনা শপথ, খোঁজো নতুন পথ
নতুনত্ব সৃজনশীলতা ছাড়া, অনুর্বর সব সমাজ।
ভাবো, আরো ভাবো; নতুনত্ব সৃষ্টিতে
বৃত্ত ছেড়েই বাইরে এসো।
মানবিক মানুষ হও
ভালোবাসা দাও
ভালোবাসো।।
৫, নভেম্বর ২০২৩। শ্যামলী, ঢাকা।। ননেট কবিতা