মানবাধিকার : কামরান চৌধুরী

জন্মমাত্র শিশুর ললাটে যুক্ত, সহজাত অধিকার.. মানবাধিকার
বাঁচার, বৈষম্যহীনতার, স্বাধীন নিরাপদ জীবনের অগ্রাধিকার।
দাসত্বহীনতা নির্যাতন অবমাননা থেকে নিত্য নিস্কৃতি
যেথায় যাও সেথায় সমান, সবার জন্যই আইন সমান, এই সংস্কৃতি।

অন্যায় হয়েছে? প্রতিকার চাও; দাবী আছে পাবার নিরপেক্ষ বিচারের
অবৈধ আটক, নির্বাসন নয়, দোষী না হলে.. নির্দোষ প্রমাণের।
আর সবার মতো আমিও চাই ব্যক্তিগত গোপনীয়তা থাকুক সুরক্ষিত
স্বাধীন চলাচলের, স্বাধীন মতামতের, শান্তিপূর্ণ সভা-সমিতি কাঙ্খিত।

আমারও শখ হয় বিবাহে, পরিবার গঠনে, সম্পত্তির মালিকানায়
দৃঢ়ভাবে চাই গণতান্ত্রিক অধিকার, ধর্ম-বিবেক-চিন্তার স্বাধীনতায়।
চাই স্বাধীনভাবে কাজ বেছে নিতে, বিশ্রাম-অবসর দেহ-মনে মাখাতে
সবার শিক্ষা থাকুক, মেধাস্বত্ব রক্ষিত থাকুক, জাতীয়তা আপনাতে।

যদি নিজ ভূমে নির্যাতিত হও অন্যদেশে আশ্রয় লও
সামাজিক নিরাপত্তা, খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সবসেবা বুঝে নাও।
এই বিশ্ব তোমার আমার সকলের অংশীদারিত্বে উঠবে গড়ে মানবতার
নেবো না কেড়ে কারোর মানবাধিকার সুরক্ষিত করবো অন্যের আধিকার।

কিন্তু… কিন্তু…. হায়! আজ চারদিকে ভূলুন্ঠিত লঙ্ঘিত পদদলিত মানবতা
কোথায় সম্প্রীতি, মানবিক মর্যাদা? কোথায় ধৈর্য্য সহমর্মিতা সহিষ্ণুতা?
লুটেরার হাতে ধর্ষিত হয়েছে সমাজ, সামাজিক কাঠামো, বিবেক মনুষত্ব
রাজনৈতিক দুর্বৃত্তায়নের বেড়াজালে গণমানুষের সে কি… অসহায়ত্ব।
ক্ষমতার চেয়ারে যে যখন বসে, তখনই সে তার মতো করে দাবার গুটি চালে
বলতে পারো… সুদিন আসবে কবে, জুটবে কবে সুশাসন আম জনতার ভালে??

তারিখ ১০.১২ ২০২৪।। উত্তরা, ঢাকা। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে লেখা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top