আজ তোমাদের দিন, তোমরা সভার মূখ্যমনি
আত্মীয়-স্বজন এসেছে সেজেগুজে, সবার মুখে আশীর্বাদ ধ্বনি।
ঝলমলে পোষাকে, ঝলমলে আবেশে, খুশিতে যে বৃত্তাকার
আকাশে-বাতাসে ইথারে-পরশে মিলেমিশে একাকার।
সানাই সুরে শান্তির ধারা, ছড়ায় অনাবিল সুখের ফল্গুধারা
দুটি প্রাণের-দেহের, রক্তের কণায় কণায়।
এ শুধু মিলন নয়, দুটি হৃদয়ের, দুটি পরিবারে মিলন গাঁথা
মিলন তিথির শুভ যাত্রা, আনে দোলায় দোলায় মাত্রা।
চারদিকে আলোর ফোয়ারা, টুনিবাতিগুলো তারাদের মতো
পিটপিট জ্বলে আর নিভে আশীর্বাদ দেয় ইচ্ছেমতো;
নিয়ত তারা বলে চলে ভালোবাসি ভালোবাসি,
জীবন ভর ভালো থেকো, ভালো থেকো, আনন্দ নিয়ে রাশিরাশি।
সকলের খুশি যেন মিলে মিশে একাকার, ভালোবাসার বিন্দুতে সমাহার
নিরন্তর চলে যেন জীবনের চাকা, সেথা সুখ শান্তি যেন বসন্তবাহার।
যুগল যাত্রার শুভ ক্ষণ, অনন্তর থাক মধু বন;
হৃদয় বন্ধন থাকুক অটুট, ভালোবাসা মোড়া বিজয় মুকুট।।
১ নভেম্বর, ২০২৪।। হোটেল রেডিসন, ঢাকা।।